September 18, 2024, 3:42 pm
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি :আসন্ন হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় র্যালী ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াই টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিম মুন্সি, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার ও নুরুল ইসলাম, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় কুমার, সেক্রেটারি কিশোর কুমার, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলার ১৭টি পুজামন্ডপের সভাপতি, সেক্রেটরি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণীপেশার লোকজন। সভায় বিভিন্ন পূজা মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত গৃহীত হয়।