September 16, 2024, 10:10 pm
ধুনট প্রতিনিধিঃ বগুড়া ধুনটে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব শেখ (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মথুরাপুর বাজারের তিনমাথা মোড়ে মাদকদ্রব্য বিক্রিকালে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রাকিব শেখ ধুনট উপজেলার মথুরাপুর দক্ষিনপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ সাইহান ওলিউল্লাহ জানান, মথুরাপুর বাজারে মাদকদ্রব্য বিক্রিকালে রাকিব শেখকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশী করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত রাকিব শেখের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করা হয়েছে।