September 16, 2024, 9:38 pm
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ প্রথম বারের মতো ঠাকুরগাঁওয়ে কম্বাইন্ড টি-২০ ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২২-২৩ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ১১টায় শহরের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমী ও দিনাজপুর সানসাইন ক্রিকেট একাডেমীর আয়োজনে প্রিমিয়ার লীগের উদ্বোধন করা হয়।
দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সানসাইন ক্রিকেট একাডেমির সভাপতি ডা: ইলিয়াম আলি খান এডিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু। আরো উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার, ঠাকুরগাঁও জেলা ফুটবল এ্যাসোসিয়েসনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক মনিরুল হুদা হেলাল, কার্যনির্বাহী সদস্য এ্যাড মোস্তাক আলম টুলু, ক্রীড়া সংগঠক মোস্তাফিজুর রহমান রিপন প্রমূখ। কম্বাইন্ড টি-২০ ক্রীকেট লীগে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার ক্রিকেট প্লেয়ারেরা একত্রিত হয়ে ৬টি দল গঠন করা হয়। উদ্বোধনী ম্যাচে মদিনা টাইগার্স ও নগদ ২.০ নামে দুটি দল খেলায় অংশগ্রহণ করে।