September 20, 2024, 5:16 pm

নওগাঁয় জেলা স্কুল দাবা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা স্কুল দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাইন ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে এই দাবা খেলার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় ১৬টি স্কুলের ২২টিমের ১৩২ জন দাবাড়–। প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতী, জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। খেলায় ১২ পয়েন্ট নিয়ে ‘এ’ দলে চ্যাম্পিয়ন হয় কে ডি সরকারি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় ‘বি’ দল থেকে কে ডি সরকারি উচ্চ বিদ্যালয় ও তৃতীয় হয় ‘বি’ দল থেকে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD