September 8, 2024, 5:50 am
সৌরভ মাহমুদ হারুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা পদোন্নতি ও বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণপাড়ার ইউএনও সোহেল রানার সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহাম্মদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ কাউছার হামিদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) সদ্য পদোন্নতিপ্রাপ্ত সহকারি পুলিশ সুপার কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোস্তাফিজুর রহমান, শিক্ষা অফিসার সেলিম মুন্সী, মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহাম্মদ, কৃষি কর্মকর্তা মাহাবুবুল হাসান, পিআইও এনামুল হক, যুব উন্নয়ন কর্মকার্তা সাহেদুল আলম চৌধুরী, বিআরডিবি’র কর্মকর্তা কাজী শফিকুল রহমান, মৎস্য কর্মকর্তা, সমাজ সেবা কর্মকর্তা, তথ্যআপা মনিরা বেগম, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুফসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট সহ শুভেচ্ছা স্মারক তুলে দেন এবং পরবর্তী কর্মস্থলের উত্তরোত্তর সফলতা কামনা করেন।