September 16, 2024, 11:28 pm

News Headline :
বগুড়ার নন্দীগ্রামে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ২ ভারতীয় নৌবাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকে বিশেষ গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ ইস্যু কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী আসছে জাতিসংঘের তথ্যানুসন্ধান দল, থাকবে এক মাস ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তারেক রহমানের বিবৃতি ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির আটক সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার বগুড়া জেলাস্থ গাইবান্ধা স্টুডেন্ট এসোসিয়েশনে অভিষেক অনুষ্ঠিত আ’লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র, সেগুলো ব্যবহার হচ্ছে : রিজভী উপদেষ্টা নাহিদ-আসিফদের ‘ছাত্রশক্তি’র সব কার্যক্রম স্থগিত

র‍্যাবের ৬ ব্যাটালিয়নে নতুন অধিনায়ক, ঢাকার ৫ থানায় ওসি রদবদল

যমুনা নিউজ বিডিঃ বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ছয়টি ব্যাটালিয়নে নতুন অধিনায়ক (সিও) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাহিনীটির আরও পাঁচটি উইংয়ের পরিচালকদের বদলি করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব রদবদল করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন লে. কর্নেল মাহমুদুল হাসান, র‍্যাব-৪ এর অধিনায়ক হয়েছেন লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান, র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আনোয়ার হোসেন খান, র‍্যাব-১২ এর অধিনায়ক মো. মারুফ হোসেনকে, র‍্যাব-১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দিন ও র‍্যাব-১৪ এর অধিনায়ক হয়েছেন মোহাম্মদ মহিবুল ইসলাম।

এ ছাড়া র‍্যাব সদর দপ্তরের অপারেশনস ইউংয়ের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার, র‍্যাব সদর দপ্তরের প্রশাসন ও অর্থ ইউংয়ের পরিচালক হয়েছেন লে. কর্নেল আবু নাঈম মো. তালাত, র‍্যাব সদর দপ্তরের যোগাযোগ ইউংয়ের পরিচালক হয়েছেন উইং কমান্ডার মো. রোকনুজ্জামান, র‍্যাব সদর দপ্তরের ট্রেনিং উইংয়ের পরিচালকের হয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. রফিকুল ইসলাম গণি, র‍্যাব সদর দপ্তরের তদন্ত ইউংয়ের পরিচালকের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত ডিআইজি মো. আলিমুজ্জামান।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা, গুলশান, শাহবাগ, তুরাগ ও বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ পদায়ন করা হয়।

ডিএমপি সদর দপ্তরের ওই আদেশে বলা হয়, গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসানকে রমনা মডেল থানার অফিসার ইনচার্জ, বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ বি এম ফরমান আলীকে গুলশান থানার অফিসার ইনচার্জ, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার অফিসার ইনচার্জ, শাহবাগ থানার অফিসার ইনচার্জ মওদুত হাওলাদারকে তুরাগ থানার অফিসার ইনচার্জ ও রমনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামকে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া তুরাগ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানকে গোয়েন্দা লালবাগ বিভাগে পদায়ন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD