September 18, 2024, 4:09 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় দুই যুবককে চাপাতি ও বার্মিজ চাকুসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের ফুলপট্টি থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তার দুইজন হলেন, শহরের জামিলনগর এলাকার মিলন মিয়ার ছেলে ২৪ বছর বয়সী নাহিদ মিয়া ও নারুলী মধ্যপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে ২২ বছর বয়সী হৃদয় ইসলাম।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুইজন সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য। তারা বগুড়া শহরের বিভিন্ন স্থানে ছিনতাই সংগঠিত করেন।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফুলপট্টিতে অভিযান চালানো হয়। অভিযানে নাহিদ ও হৃদয়কে আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় তাদের কাছে থাকা ১২ ইঞ্চি একটি চাপাতি ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মো.শাহীনুজ্জামান জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে। তারা উভয়ে সংঘবদ্ধ ছিনতাইকারি চক্রের সদস্য।