September 8, 2024, 6:05 am

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ১২টি কেন্দ্রে ১৬২৩ ভোটার

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পরিষদ নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। ইতিমধ্যে চেয়ারম্যান পদে দুইজন, ৪টি সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১৭ জন এবং ১২টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৪৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তফসিল অনুযায়ি ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর।

সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ নির্বাচনে মোট ভোটার এক হাজার ৬২৩ জন। এরমধ্যে পুরুষ ১ হাজার ২৪০ জন ও মহিলা ৩৮৩ জন। ভোট কেন্দ্র রয়েছে ১২টি। ভোট কক্ষ করা হয়েছে ২৪টি।

এ নির্বাচনে জেলা পরিষদের ওয়ার্ডভিত্তিক ভোট কেন্দ্রগুলো হলো- ১নং ওয়ার্ডের ভোট কেন্দ্র শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষ। এই কেন্দ্রে ১৩২ জন ভোটারের মধ্যে পুরুষ ১০১ জন ও মহিলা ভোটার ৩১ জন। ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্র বগুড়া সদর উপজেলা পরিষদ হলরুম। এই কেন্দ্রে ১৬২ জন ভোটারের মধ্যে পুরুষ ১২৪ জন ও মহিলা ভোটার ৩৮ জন। ৩নং ওয়ার্ডের কেন্দ্র কাহালৃু উপজেলার উলট্ট মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে ১৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১১১ জন ও মহিলা ভোটার ৩৫ জন। ৪নং ওয়ার্ডের কেন্দ্র দুপচাঁচিয়া ডি এস ফাজিল মাদ্রাসা। এই কেন্দ্রে ১৩৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ১০২ জন ও মহিলা ৩১ জন। ৫নং ওয়ার্ডের কেন্দ্র আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষ। এই কেন্দ্রে ১০৭ ভোটারের মধ্যে ৮১ জন পুরুষ ও ২৬ জন মহিলা ভোটার রয়েছে। ৬নং ওয়ার্ডের কেন্দ্র নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে মোট ভোটার ১০৭ জন। এরমধ্যে পুরুষ ৮২ জন ও মহিলা ২৫ জন। ৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র শাহাজানপুর উপজেলা পরিষদ হলরুম। এই কেন্দ্রে ১৩২ জন ভোটারের মধ্যে পুরুষ ১০১ জন ও মহিলা ভোটার ৩১ জন। ৮নং ওয়ার্ডের কেন্দ্র শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা। এ কেন্দ্রে ১২০ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯২ জন ও মহিলা ভোটার ২৮ জন। ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র ধুনট উপজেলা পরিষদ হলরুম। এ কেন্দ্রে ১৪৬ জন ভোটারের মধ্যে পুরুষ ১১১ জন ও মহিলা ভোটার ৩৫ জন। ১০নং ওয়ার্ডের কেন্দ্র গাবতলী উপজেলা পরিষদ হলরুম, ১১ নং ওয়ার্ডের কেন্দ্র সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুম এবং ১২নং ওয়ার্ডের কেন্দ্রে সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় এ্যান্ড কলেজ। ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের প্রত্যেকটি কেন্দ্রের ভোটার ১৪৬ জন করে। এবং তিনটি কেন্দ্রেই পুরুষ ভোটার ১১২ জন ও মহিলা ভোটার ৩৪ জন।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মকবুল হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দুই মেয়াদে জেলা পরিষদের চেয়ারমানের দায়িত্ব পালন করেন। তিনি বগুড়া জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পদে রয়েছেন। অপরজন স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মান্নান। তিনি জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সভাপতি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD