September 16, 2024, 11:19 pm
ধুনট প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে কৃষক হত্যা মামলার প্রধান আসামী সুলতান আলী হত্যার ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালের দিকে নিহতের মা খোদেজা খাতুন বাদি হয়ে এ মামলা করেন।
সুলতান আলী (৩২) শৈলমারি গ্রামের আলতাব আলীর ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুলতান আলী বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ে মাছ শিকার করতে যায়। এসময় পূর্বশত্রুতার জের ধরে আসামীরা তাকে কুপিয়ে হত্যা করে।
সুলতান আলী এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা আদালতে চলমান আছে। এসব মামলায় সুলতান আলী জামিনে ছিলেন।
ধুনট থানার পরিদর্শক (তদন্ত) রাজ্জাকুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।