September 20, 2024, 7:11 am
যমুনা নিউজ বিডিঃ ছাত্রদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে ৩০২ জন ছাত্রনেতা স্থান পেলেও পাঁচ দিনের মাথায় ৩২টি পদ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অভিযোগ ওঠায় আপাতত ৩২ জনের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
যাদের পদ স্থগিত
সহ সভাপতি কাজী মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, মো. ইউনুচ আলী রাহুল, মো. সালাহউদ্দিন, আকন মামুন, খায়রুল আলম সুজন, মারজুক আহমেদ, জুয়েল মৃধা, সালেহ মো. আদনান, আবুল কালাম আজাদ, মো. সোহরাব হোসেন সুজন, সহ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ, মাইনুল ইসলাম সোহান, কাজী মোহাম্মদ রেজাউল করিম রাজু, এস এম ফয়সাল, কামরুজ্জামান কামরুল, মীর ইমরান হোসেন মিথুন, বাছিরুল ইসলাম রানা, আজিজুল হক জিয়ন, মো. আরিফুর রহমান আমিন, মিজানুর রহমান মিজান, ফেরদৌস হোসেন ফয়সাল, আল মামুন ও আরিবা নিশীথ।
এছাড়া সহ সাংগঠনিক সম্পাদক মো. আল আমিন, এম এ রহিম শেখ, শহীদুল ইসলাম নয়ন, মামুন মজুমদার, মো. নজরুল ইসলাম রাঢ়ী, সহ আইন সম্পাদক ওয়ালিউল্লাহ, সহ পাঠাগার সম্পাদক আনিসুর রহমান আনিচ ও সহ অর্থ সম্পাদক মো. রিয়াদ আহমেদ।
রোববার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ছাত্রদলের ৩০২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেন।
গত ১৭ এপ্রিল কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে সভাপতি, সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল।
ছাত্রদলের নতুন এ কমিটিতে ২২ জনকে সহসভাপতি এবং ১৪৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৩৮ জনকে সহ সাংগঠনিক সম্পাদক করা হয়।