September 16, 2024, 10:32 pm
মঈন উদ্দিন : বিনা টিকিটে ভ্রমণ করায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ১৯০ যাত্রীকে জরিমানা করা হয়েছে। শুক্রবার ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে এই যাত্রীদের জরিমানা করা হয়। জরিমানাসহ টিকিটের মূল্য হিসেবে তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ৪১ হাজার ৩০০ টাকা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযানে নেতৃত্ব দেন। তিনি জানান, ঢাকা থেকে ফেরার পথে জয়দেবপুরে মানুষের ঢল দেখে তিনি নিজে গিয়ে টিকিট দেখতে শুরু করেন। এরপর রাজশাহী পর্যন্ত ১৯০ যাত্রীকে জরিমানাসহ টিকিট কিনতে বাধ্য করা হয়েছে।
তিনি জানান, রেলওয়ের ঠিকাদারের লোক, সাংবাদিকসহ নানা পরিচয়ে মানুষ ট্রেনে বিনা টিকিটেই ভ্রমণ করছিলেন। সবাইকেই জরিমানা করা হয়েছে। জরিমানা করায় উল্লাপাড়ায় এক ব্যক্তি তো দেখে নেওয়ার হুমকি দিয়ে গিয়েছেন। তারপরও টিকিট কাটতেই হয়েছে।