September 7, 2024, 3:09 pm
ষ্টাফ রিপোর্টারঃ আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ১০ নম্বর ওয়ার্ড গাবতলী উপজেলা সাধারণ সদস্য পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুর হক মঞ্জু। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউল হক এর নিকট তিনি মনোনয়ন পত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মুঞ্জুরুল আলম মোহন, এ কে এম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক সাহাদত আলম ঝুনু, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজি জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান, সদর উপজেলা নির্বাচন অফিসার এ এস এম জাকির হোসেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুষার, সাংগাঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সুৃমন, ইকবাল হোসেন, মাহমুদ খান ডন, জাহিদুল ইসলাম সাগর, খন্দকার মিজানুর রহমান, জাকিরুল ইসলাম লিটন, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি সুমন, গাবতলী উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক শাহানুর রহমান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সোনারায় ইউপি চেয়ারম্যান মজিবর রহমান আলতাবসহ প্রমুখ।