September 8, 2024, 7:10 am

জনগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল : ডেপুটি স্পিকার

যমুনা নিউজ বিডিঃ ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল। জনগণের ভালোবাসাই আমাকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হতে সহায়তা করেছে। এই পদ আমাকে বেড়া-সাথিয়া এলাকার জনগণসহ সারা বাংলাদেশের জনগণের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে।

বেড়া সরকারি কলেজ মাঠে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর উন্নয়ন কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে ও সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ দলটি জনগণের উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

এর আগে কাজিরহাট ফেরিঘাটে নব নির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন কাজিরহাট স্থানীয় আওয়ামী নেতারাসহ সর্বসস্তরের জনগণ।

আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং মো. আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম আসিফ শামস রঞ্জন। অনুষ্ঠানে বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD