September 20, 2024, 6:57 am
ষ্টাফ রিপোর্টারঃ জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে ৫ দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালনের পর প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও), ১২টি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে স্মারকলিপি জমা দেন।
এর আগে পাঁচ দফা দাবিতে সারাদেশের ন্যায় বগুড়ার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা ১২ সেপ্টেম্বর অর্ধদিবস কর্মবিরতি শুরু করেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, বগুড়া সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুজ্জামান মনির, শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, শেরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুন্নাহার শিউলি, সারিকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের, আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।