September 7, 2024, 2:01 pm
স্টাফ রিপোর্টার : বগুড়ায় ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর বগুড়া জেলায় ৮২টি কেন্দ্রে ৪৫ হাজার ৮৫৬ শিার্থী এসএসসি পরীায় অংশ নিচ্ছে।
বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের (শিা ও আইসিটি) শাখা সূত্রে জানা গেছে, এবার বগুড়া জেলায় মোট পরীার্থীর মধ্যে এসএসসিতে (সাধারণ) ৪২টি কেন্দ্রে ৩৪ হাজার ৯০২ জন অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৪৫ জন, ছাত্রী ১৬ হাজার ৮৫৭ জন।
এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ হাজার ৪২৮ জন। মোট ১৯ কেন্দ্রে এই পরীক্ষা হবে। মোট পরীার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৬৯৪ জন এবং ছাত্রী ৩ হাজার ৭৩৪ জন।
এসএসসি ভোকেশনালে ১৯ টি কেন্দ্রে অংশ নিবে ৩ হাজার ৪৮১ জন। এর মধ্যে ছাত্র ২ হাজার ৬১৭ জন এবং ছাত্রী ৮৬৪ জন। দাখিল ভোকেশনালে ২টি কেন্দ্রে মোট ৪৫ জন শিার্থী অংশগহণ করবে। এর মধ্যে ছাত্র ৪২ জন এবং ছাত্রী ৩ জন।