September 20, 2024, 7:41 am

বগুড়া ডিসি অফিস চত্বরে সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফোয়ারা স্থাপনসহ সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরুল্লাহ্ এনডিসি। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উস্থিত ছিলেন। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে ও গণপূর্ত বিভাগ, বগুড়ার বাস্তবায়নে ফোয়ারাটি নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD