admin
- Wednesday, September 14, 2022 / 137 বার পঠিত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম জহিরুল ইসলাম ওরফে মিঠু (২৪)।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পাট বাজার এলাকায় জহিরুল হককে ছুরিকাঘাত করে একজন দুবৃর্ত্ত। পরে দ্রুত তাঁকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জহিরুল ইসলাম পৌর শহরের মোখলেছুর রহমান ছেলে। তিনি গৌরীপুর সরকারি কলেজের সম্মান চুড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর জহিরুল ইসলাম পৌর শহরের পাট বাজার এলাকায় নিজেদের ওষুধের দোকান সোমা ফার্মেসির সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় একজন দুবৃর্ত্ত তাঁকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত তাঁকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, সন্ধ্যার দিকে জহিরুল হককে ছুরিকাঘাত করে একজন দুবৃর্ত্ত। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছি। তবে নিহতের কোন স্বজন তখনো সেখানে পৌঁছায়নি। এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।