September 20, 2024, 5:56 pm

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে আবারও নৌকার মাঝি ডাঃ মকবুল হোসেন

ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ডাঃ মকবুল হোসেন। শনিবার (১০ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন।

জেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী ডাঃ মকবুল হোসেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও প্রশাসক ছিলেন বর্ষীয়ান এই নেতা।

জানা গেছে, এবারের জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ১১ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। তখন থেকেই নানা জল্পনাকল্পনা শুরু হয়, কে হচ্ছেন বগুড়া জেলা পরিষদ নির্বাচনে এবার নৌকার মাঝি। অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে দলের মনোনয়ন পেলেন ডাঃ মকবুল হোসেন।

এর আগে মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন জেলা পরিষদের বর্তমান প্রশাসক আওয়ামী লীগের ত্যাগী ও বর্ষীয়ান নেতা ডাঃ মকবুল হোসেন, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের সাবেক নেতা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুর রহমান দুলু। জেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা টি জানান নিকেতা, ও এ্যাড. রেজাঊল করিম মন্টু, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি। বিএমএ বগুড়া এর সাবেক সআপতি ডাঃ মোস্তাফা আলম নান্নু, এ্যাড. জাকির হোসেন নবাব, সদর উপজেলা আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক মাহফুজর রহমান রাজ, জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, কোহিনুর মোহন, এবং শাহজাহান আলী।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD