September 7, 2024, 1:43 pm

বগুড়ায় র‌্যালী ও কেক কেটে মহিলা দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : বগুড়ায় আলোচনা সভা, র‌্যালী ও কেক কেটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন দলের নেতাকর্মীরা। এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি রোডে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। এরপর ওই সড়কে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নবাববাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে প্রতিষ্ঠাবার্ষিকর কেক কাটেন প্রধান অতিথি রেজাউল করিম বাদশা।

বগুড়া জেলা মহিলা দলের সভাপতি মিসেস লাভলী রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারের সঞ্চালনায় প্রতিষ্ঠাবর্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ তাহা উদ্দিন নাহিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ রহিমা খাতুন মেরী, জেলা মহিলা দলের উপদেষ্টা নিলুফা কুদ্দুস, রঞ্জনা বেগম, জুলেখা বেগম, জেলা মহিলা দল নেত্রী সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর সানু, হোসনে আরা স্বপ্না, শায়লা ইসলাম মুক্তা, মুক্তা হাসান, হাজেরা বেগম, নিগার সুলতানা, চাদ সুলতানা, রুনু, মিনারা, রঞ্জনা, কোহিনুর আক্তার, নয়ন তারা, শিল্পী বেগম, কাজল রেখা, সুবর্না আক্তার মুক্তি, আয়েশা খাতুন, রেশমা আরা সাথী, নাজমা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD