September 16, 2024, 11:36 pm
জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে ৩শ’ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ সূত্র জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ছোটমানিক গ্রামের বদির উদ্দীনের পুত্র সাহিন মোল্লা (৩৮) মৃত হযরত আলী, ছেলে রেজুয়ান মন্ডল (৩৭) প্রায় ৩শ’ পিস ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্য বের হন এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ডিবি পুলিশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। অভিযানকালে পুলিশের উপস্থিতি আচঁ করতে পেরে মাদক ব্যবসায়ী সাহিন মোল্লা কাগজের পেকেটে মোড়ানো প্রায় তিনশত পিস ইয়াবা ট্যাবলেট তাদের কাছ থেকে তাৎক্ষণিক ইয়াবাগুলো উদ্ধার করেন।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জয়পুরহাট পাচঁবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র জানান, শাহিন মোল্লা এর বিরুদ্ধে পূর্বের মাদকের (তিন)টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে এবং সে মাদক ব্যবসায়ীর তালিকাভূক্ত আসামি।