April 19, 2024, 9:21 pm

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২১

যমুনা নিউজ বিডিঃ চীনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিল লুডিংয়ে। শহরটি সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদু থেকে প্রায় ২২৬ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

সোমবার ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি সৃষ্ট ভূমিধসে কিছু রাস্তা ও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, অন্তত একটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের কেন্দ্রের ৫০ কিলোমিটারের মধ্যে থাকা বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে বিশেষ করে এর পশ্চিম পর্বতমালায় প্রায়ই ভূমিকম্প ঘটে।
তথ্যসূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD