September 16, 2024, 11:07 pm
সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, গুলি করে ভোলায় ছাত্রনেতা নূর আলম, স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিম ও নারায়নগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যা করেই আমাদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না। গুম, খুন করেই আপনাদের শেষ রক্ষা হবেনা। তাছাড়া সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকার কর্তৃক জ্বালানী তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করা হয়েছে। রাজপথ থেকেই এসবের প্রতিবাদ ও জবাব দেয়া হবে।
সোমবার বিকেল ৫টায় উপজেলা বিএনপির আয়োজনে ছাতিয়ানগ্রাম বাজার এলাকায় একটি চাতালে সমাবেশটি অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, এমপি মোশারফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটি ও জেলা কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা মহিলা দলের সদস্য লাভলী রহমান, জেলা বিএনপির সদস্য এম আর ইসলাম স্বাধীন, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সরকার মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর এ আলম সিদ্দীকি রিগ্যান, আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি জয়, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা বিএনপি নেতা মাহফুজুল হক টিকন প্রমূখ।