April 18, 2024, 12:07 am

পুকুর খননকালে মিলল কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি

মাদারীপুর জেলার ডাসারে পুকুর খনন করতে গিয়ে একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার গোপালপুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ডাসার উপজেলার গোপালপুর এলাকার মো. ফারুক হোসেন ওরফে মঞ্জু তার বাড়ির পাশে একটি পুকুরের খনন কাজ শুরু করেন। খনন কাজ করা অবস্থায় কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি মাটির তলদেশ থেকে বেড়িয়ে আসে। পরে ডাসার থানা পুলিশের সহযোগিতায় কালকিনি ও ডাসার উপজেলা প্রশাসন ফারুক হোসেনের বাড়ি থেকে দুর্লভ কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।

কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিংকি সাহা বলেন, ‘খবর পেয়ে ওই ব্যক্তির বাড়ি থেকে দুর্লভ কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি লম্বায় আড়াই ফুট হবে। খুবই সুন্দর ও পুরোপুরি অক্ষত রয়েছে মূর্তিটি। আমরা জেলা প্রশাসনের ট্রেজারিতে উদ্ধার করা মূর্তিটি জমা রেখেছি। ‘

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD