April 25, 2024, 4:33 am

বেনাপোল চেকপোস্টে বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্ট যাত্রী আটক

যমুনা নিউজ বিডিঃ বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনালের সামনে হতে বিপুল পরিমান বিদেশী মুদ্রা ও মদসহ একজন বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে (বিজিবি)।

শনিবার দুপুরে আশিক মিয়া নামে ওই পাসপোর্ট যাত্রীকে ইউএস ডলার, সৌদি রিয়াল, কানাডিয়ান ডলার, ইন্ডিয়ান রুপি বাংলাদেশী টাকা সহ আটক করা হয়। যার সিজার মুল্য ৫১,১৮,০১৬ টাকা।

আটককৃত পাসপোর্ট যাত্রী শরিয়তপুর জেলার কলিমউল্যা মাষ্টারকান্দি গ্রামের নুরুল হক মোল্যার ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ আবেদীন সিদ্দিকী জানান, সন্দেহবশত ভারত থেকে আসা বাংলাদেশি পাসপোর্ট যাত্রী আশিক মিয়ার ব্যাগ তল্লাশি করলে তার ব্যাগের মধ্যে চকলেট বিস্কুটের মধ্যে সাজানো ইউএস ডলার ২২,৩০০ সৌদি রিয়াল ৫৭,০০০ কানাডিয়ান ডলার ১০,০০০ ভারতীয় রুপি ৭২০ এবং বাংলাদেশী ৭,৪৩০ টাকাসহ ৮টি মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৫১,১৮,০১৬ টাকা।

উক্ত পাসপোর্ট যাত্রীকে হুন্ডি পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD