March 29, 2024, 3:56 pm

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটি বর্ধিত সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটি উদ্দ্যোগে বর্ধিত সভা শনিবার সকাল ১১টা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাহা সন্তোষ এর সভাপতিত্বে উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক এ্য‌াডঃ আনোয়ার হোসেন রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু,সভা পরিচালনা করেন শুভ শংকর গুহ রায়, বক্তব্য রাখেন ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী কান্ত মাহাতো,
নিমাই ঘোষ, সামছুর হক ভোলা, সোহাগ মোল্লা, মল্লিকা মালী, শামীম হোসেন জুয়েল, ওয়াহেদ আলী,খাজা মিয়া সহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ প্রমুখ।

প্রধান অতিথি বক্তব্য বলেন ,ধনী ও গরীবের বৈষম্য অকল্পনীয় বৃদ্ধি পেয়েছে, দেশের চাল,ডাল, চিনি গম সহ সকল পন্য সামগ্রী দাম পাগলা ঘোড়ার মত লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে, সরকার ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণে একেবারে ব্যর্থ হয়েছে, বাজার নিয়ন্ত্রণের জেলা উপজেলা পর্যায়ে ও এম এস চালু এবং শ্রমিক কৃষক ও নিম্নবিত্ত শ্রেণীর মানুষের জন্য রেশনিং চালুর দাবি সরকার বাস্তবায়ন করছে না। ক্ষমতাসীন সরকার লুটেরা ধনী ও বিদেশে মুরব্বীদের স্বার্থ রক্ষা করে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা ভোটাধিকার হরণ করে, যে ফ্যাসিবাদী দুঃশাসন চালাচ্ছে তা থেকে পরিত্রান পাওয়ার জন্য কৃষক ও মজুরদের অর্থনৈতিক দাবি দাওয়া, পাশাপাশি গনতান্ত্রিক অধিকার ডিজিটাল নিরাপত্তা আইন সহ সকল কালাকানুনের বাতিলের দাবিতে দূর্বার আন্দোলন গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, ক্ষেতমজুর ও ভুমিহীন সহ সকল গ্রামীণ শ্রমজীবীদের সারা বছর কাজ ও খাদ্যের নিশ্চয়তা দিয়ে ১০০দিনে কর্মসৃজন প্রকল্প ও স্বল্পমূল্যের রেশনিং ব্যবস্হা চালু কর, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সকল প্রকল্পে দুর্নীতির লুটপাট স্বজনপ্রীতি ও দলীয় করণ বন্ধ কর, ভুমি সেটেলমেন্ট তফশীল ও ব্যাংকে ঋণের হয়রানি বন্ধ সহ ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের চিকিৎসা সেবা নিশ্চিত করো সার্বক্ষণিক ডাক্তার নার্স ও বিনামূল্যে ঔষধপএ দিতে হবে, ক্ষেতমজুর সন্তানদের বিনামূল্যে সুশিক্ষা নিশ্চিত কর ও চাকুরীক্ষেএে কোটার ব্যাবস্হা করা আহ্বান জানান।
বর্ধিত সভা শেষে সর্বসম্মতি ক্রমে শুভ শংকর গুহ রায় কে আহ্বায়ক সোহাগ মোল্লা এবং পারভেজ রহমান কে যুগ্ন আহ্বায়ক করে ৪১সদস্য বিশিষ্ট তৃতীয় জেলা সম্মেলন প্রস্তূতি কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD