September 18, 2024, 3:00 pm
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ গত ২৩ আগস্ট রাতে অরাজনৈতিক আন্দোলন হেযুবত তওহীদের পাবনা কার্যালয়ে আন্দোলনের সদস্যর উপর আকস্মিক হামলা চালায়। এ ঘটনায় সুজন নিহত হয় ও আমিনুল ইসলাম সহ ১৫/১৬ আহত হয়। এ বর্বোরচিত হামলা ও হত্যাকান্ডের প্রতিবাদে বুধবার সকাল ১১টায় শিবগঞ্জ থানা সংলগ্ন বঙ্গবন্ধু গোল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন বগুড়া জেলা হেযবুত তওহীদ।
বগুড়া জেলা হেযবুত তওহীদ সভাপতি হাকীম ছামিউল ইসলাম রনির সভাপতিত্বে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপ-কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ আশেক মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের জয়পুরহাট জেলা সভাপতি মোঃ মাসুদ রানা চৌধুরী, মোঃ হারুনুর রশিদ সরদার, বগুড়া জেলার সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, খাজা আহম্মেদ রতন, বগুড়া জেলার হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম, গাবতলী উপজেলা সভাপতি শরিফুল আলম, টিপু, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার, শাজাহান মন্ডল, বেলাল হোসেন, মোহাম্মদ আলী, মোকলেছার রহমান প্রমুখ। বক্তরা অবিলম্বে খুনিদের গ্রেফতার বিচারের দাবী জানান। পরে এক বিক্ষোভ মিছিল শিবগঞ্জ পৌর এলাকা প্রদক্ষিণ করে।