September 18, 2024, 4:11 pm

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বেসরকারি হাসপাতাল সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে লাইসেন্সবিহীন বিভিন্ন ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। এ সময় লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়।

মঙ্গলবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের সহায়তায় এই অভিযান চালানো হয়। অভিযনে সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো শহরের কুমারশীল মোড়ের আলিফ ডায়াগনস্টিক সেন্টার ও খৈয়াসার এলাকার লিবার্টি হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাখাওয়াত হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস ও মেডিকেল অফিসার আশরাফুর রহমান হিমেল।

এ সময় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে এক সপ্তাহের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযান শেষে ডা. শাখাওয়াত বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নিবন্ধন না থাকায় দুটি বেসরকারি হাসপাতালকে সালগালা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD