September 8, 2024, 6:47 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে বুধবার অতিরিক্ত ধান মজুদের দায়ে আলাল গ্রুপের উত্তরবঙ্গ এগ্রো ফুড লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল ও পলাশ চন্দ্র সরকার ।
এসময় শেরপুরের খাদ্য পরিদর্শক জেলা পুলিশ ও এপিবিএন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন তাদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে মঙ্গলবার উপজেলার উত্তরবঙ্গ এগ্রো ফুড় লিমিটেডে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অতিরিক্ত ধান মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ সালের আইন অনুযায়ী ৭ লাখ টাকা জরিমানা করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান চালানো হয়েছে। অসাধুভাবে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।