September 18, 2024, 4:06 pm

২০২২ নারী এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত

যমুনা নিউজ বিডিঃ ২০২২ নারী এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আসর। আগামী ১ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই টুর্নামেন্টে অংশ নেবে সাতটি দল।

মঙ্গলবার ( ২৩ আগস্ট) স্পোর্টস ভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও নারী ক্রিকেট কমিটির প্রধান শফিউল আলম চৌধুরী নাদেল। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এখনও আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের তারিখ ঘোষণা করেনি।

বিসিবি পরিচালক বলেন, মাঠের কাছে বিমানবন্দর এবং হোটেলের ব্যবস্থা থাকায় সিলেট স্টেডিয়ামকেই এশিয়া কাপের ভেন্যু হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড।

শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর মাঠে এশিয়া কাপের ম্যাচগুলো আয়োজন করা হবে এবং ২ নম্বর মাঠে অনুশীলন করবে দলগুলো।

স্বাগতিক বাংলাদেশসহ এবারের টুর্নামেন্টে অংশ নেবে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অংশগ্রহণকারী দেশগুলো ২৭ ও ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD