April 25, 2024, 2:56 pm

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ নকল ব্রেক ওয়েল ও রেডিয়েটরের পানির গ্যালন ধ্বংস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ নকল ব্রেক ওয়েল ও রেডিয়েটরের পানি প্রস্তুত করার অপরাধে এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ছোট বড় ৯৭৯ বোতল ওয়েল জব্দ ও ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ববিখ্যাত ব্র‍্যান্ডের স্টিকার লাগিয়ে নকল ব্রেক ওয়েল ও রেডিয়েটরের পানি প্রস্তুত করে বাজারজাত করেন উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের
জহিরুল ইসলাম। বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানিকারকের লাইসেন্স গ্রহণ করে আমদানি না করে নিজেই বিদেশী পণ্যের নকল প্রস্তুত করছেন নিজ গ্রামের ঘরে বসে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা মনোহরপুর গ্রামে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযান পরিচালনার সময় জহিরুল ইসলাম (৩৫) সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতকৃত টারবো ব্রেক ওয়েলের স্টিকার লাগিয়ে বোতলে নকল তেল পূরণ করছেন। এই তেল বিভিন্ন মানহীন কেমিক্যাল দিয়ে তিনি নিজেই প্রস্তুত করেন আর বিক্রি করেন বিদেশী ব্রেক ওয়েল বলে। এছাড়াও তার বাড়িতে পাওয়া যায় নানা ব্র‍্যান্ডের রেডিয়েটরের পানি যা বিদেশী ব্র‍্যান্ডের নকল পানি। এসময় ভ্রাম্যমান আদালত জহিরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫০ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। এসময় নকল ব্রেকিং ওয়েলের ৫০০ মি.লি. ২৪০ বোতল ও ১০০ মিলি এর ৫৮০ বোতল, নকল রেডিয়েটরের পানির ১ লি. এর ১৩৫ বোতল এবং ৪ লি. এর ৪ গ্যালন জব্দ ও ধ্বংস করা হয়। অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD