September 20, 2024, 8:12 am

বগুড়ায় এলজিএসপি-৩ এর অগ্রগতি ও অর্জনঅবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে লোকাল গভর্ন্যানস সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অগ্রগতি ও অর্জন জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা সোমবার (২২ আগস্ট) বগুড়া সার্কিট হাউজে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, বগুড়ার উপ-পরিচালক মোঃ মামুনুর রশিদ। পায়াকট বাংলাদেশ বাস্তবায়নাধীন এই প্রজেক্টের অগ্রগতি ও অর্জন এবং অন্যান্য বিষয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি আলোকপাত করেন।

সভায় জানানো হয় এলজিএসপি-৩ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বচ্ছতা জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিতকরণে ভবিষ্যৎ করণীয় নির্ধারণ এবং প্রকল্পের অর্জন সমূহ টেকসই ও প্রতিষ্ঠানীকিকরনে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ প্রণয়ন সভার উদ্দেশ্য ছিল।

কর্মশালায় গণমাধ্যম কর্মী, নীতি নির্ধারক, পরিকল্পনাবিদ, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উন্নয়ন কর্মী নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD