September 18, 2024, 2:58 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় নকল বই বিক্রয়ে নুর আলম নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার সকালে শহরের থানা রোডে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডিত নুর আলমের প্রতিষ্ঠানের নাম সুমন বুক প্যালেস।
এসব বিষয় নিশ্চিত করেছেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
তিনি জানান, সকালে শহরের থানা রোড এলাকায় লাইব্রেরিতে নকল বই বিক্রয়ের বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুমন বুক প্যালেসে নকল গাইড বই পাওয়া যায়।
এ অপরাধে প্রতিষ্ঠানের মালিক নুর আলমকে ২০ হাজার টাকা দণ্ড দেন তিনি।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, নকল ও ভেজালের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এ সময় জেলা পুলিশের একটি চৌকশ দল অভিযানে সহযোগীতা করে।