September 18, 2024, 2:05 pm
ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ফুফুর বাড়িতে বেড়াতে এসে বাঙ্গালী নদীর পানিতে ডুবে মাসুম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে বাঙ্গালী নদীর জয়শিং ঘাট এলাকা থেকে শিশু মাসুমের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনীর ডুবুরি দলের কর্মীরা।
নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাছরিন জানান, নিহত মাসুম শেরপুর উপজেলার দুবলাগাড়ি এলাকার কোয়েল হোসেনের ছেলে। দুইদিন আগে ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে আসে মাসুম।
শনিবার বিকেল ৪টার দিকে সমবয়সী শিশুদের সাথে বাঙ্গালী নদীতে গোসল করতে যায় সে। গোসলের এক পর্যায়ে মাসুম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়। সংবাদ পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল রাত ৮টার দিকে নদীর জয়শিং ঘাট এলাকা থেকে মাসুমের মরদেহ উদ্ধার করে।