June 4, 2023, 7:31 am
ষ্টাফ রিপোর্টারঃ আগামী ২৩ আগস্ট বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের দিনব্যাপী কর্মসূচি সফল করার লক্ষে শহর স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে শহর শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ এ সভার আয়োজন করে।
শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাসিমুল বারী নাসিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক জুলফিকার রহমান শান্ত।
শহরের সাবেক সাধারণ সম্পাদক লিটন শেখের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলার সহ-সভাপতি এস, এম, সাহীন আলম মশিউর রহমান, রাশেদুল ইসলাম রাশেদ, সোহানুর রহমান সোহানসহ জেলা ও শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।