June 4, 2023, 4:31 pm
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় ৬০০ পিস ইয়াবাসহ দুই যুবকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের সাতমাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই যুবক, শহরের ঠনঠনিয়া শহীদনগরের ফরহাদ হোসেন (৩৫) এবং কামারগাড়ী এলাকার রিফাত শেখ (২৫)।
বিষয়গুলো বগুড়া ডিবি পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
ডিবি পুলিশ বিজ্ঞপ্তিতে আরও জানায়,গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।