September 20, 2024, 7:18 am
যমুনা নিউজ বিডিঃ বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হারারেতে ভারতের সামনে পাত্তাই পেলো না জিম্বাবুয়ে। স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়ে সিরিজের প্রথম জয় তুলে নিয়েছে লোকেশ রাহুলদের দল।
এদিকে টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। শুরুতে ৩১ রানেই শীর্ষ ৪ ব্যাটারকে হারায় স্বাগতিকরা। ধারাবাহিক ফর্মে থাকা সিকান্দার রাজা খেলেন ১২ রানের ইনিংস।
অধিনায়ক রেগিস চাকাভা ৩৫ আর শেষদিকে রিচার্ড এনগারাভার ৩৪ ও ব্র্যাড ইভান্সের অপরাজিত ৩৩ রানে ভর করে ১৮৯ রানেই গুঁটিয়ে যায় জিম্বাবুয়ে।
এই রানের জবাবে শিখর ধাওয়ান ও শুভমান গিল মিলে ৩০.৫ ওভারেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ধাওয়ান ৮১ আর গিল ৮২ রানে অপরাজিত থাকেন।