April 18, 2024, 8:53 pm

নন্দীগ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালিত 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ৮ ই আগস্ট সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেওয়াজ, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, মহিলা বিষয়ক অফিসার সুলতানা আক্তার, যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাইফুজ্জামান, পল্লি উন্নয়ন অফিসার শাহ আলম, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাবাসসুম উলফাত, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।দোয়া পরিচালনা করেন উপজেলা স্টাফ কোয়ার্টার জামে মসজিদের পেশ ঈমাম শাহ জালাল।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অফিসের উদ্যোগে ৬ জন অসহায় দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD