October 13, 2024, 2:18 pm
ভোলায় বিএনপির সমাবেশে স্বেচ্ছাসেবকদল নেতা আঃ রহিম ও ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া শহর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
বগুড়া শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবিব মমি’র সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ সুজন এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক এ্যাডঃ একেএম সাইফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখার সভাপতি সাজ্জাদুজামান সিরাজ জয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিপলু, জাহিদ, আবু সাইদ, সাদ্দাম, সদস্য মেফতা আল রশিদ মিল্টন, রোকন, রাশেদ, রহিম, সন্তু, পাশা, বাপ্পি, রুবেল, মিঠু, ফয়সাল, উৎসব, মনির, ছোটন, শামীম, শাহিন, মোজাম, স্বপন, নেহাল, মোখলেস, মোনারুল, রনি, শুভ, কোকন, রসুল, স্বাধীনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। খবর বিজ্ঞপ্তি।