October 4, 2024, 6:07 am

বগুড়ায় ফসলি জমি থেকে যুবকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ফসলি জমি থেকে শাহ আলম (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লাহিড়ীপাড়ার রায় মাঝিড়া এলাকার একটি ফসলি জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহ আলম ওই এলাকার আমজাদ হোসেনের ছেলে।

এলাকাবাসীর দাবি, শাহ আলম প্রচুর নেশাগ্রস্ত ছিল।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, শাহ আলমের বাড়ীর ৫শ’ গজ দূরে একটি ক্ষেত থেকে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD