October 4, 2024, 11:09 am

বিশ্ব জনসংখ্যা দিবসে বগুড়ায় কর্মসূচী

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২’ এর কর্মসূচী সারা দেশের ন্যায় বগুড়াতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এ উপলক্ষে বগুড়া জেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বটতলা থেকে শোভাযাত্রা শুরু হয়ে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ বছর বিশ্ব জনসংখ্যা দিবসের থিম হচ্ছে যার বাংলা ভাবান্তর ‘‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি। দিবসটি উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ সেবাদান কর্মসূচী পালন করা হবে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা প্রশাসক জনাব মোঃ জিয়াউল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ শফিউল আজম, জেলা পরিষদের প্রশাসক ডাঃ মোঃ মকবুল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং বগুড়া বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ মোস্তফা আলম নান্নু। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করবেন উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা, বগুড়া শাহ্নাজ পারভীন। খবর বিজ্ঞপ্তি।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD