October 11, 2024, 5:46 am
প্রেস বিজ্ঞপ্তি: শনিবার রাতে বগুড়া সার্কিট হাউজে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান বগুড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম মনিরুজ্জামান সাব্বির। বগুড়া জেলা কৃষকলীগের সম্মেলনে উপলক্ষে বগুড়ায় আসেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সার্কিট হাউজে আসেন। এসময় পৌর ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে শুভেচ্ছা জানানো সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন নবাব, উপ প্রচার সম্পাদক রুমেন ভুইয়া, মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন রহমান সীমা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাফুজুল ইসলাম রাজ,পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্কাছ আলী সরকার, আসিফ শেখ সহ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ছাত্রলীগের নেতৃবৃন্দকে পড়াশোনায় মনোযোগ হওয়ার জন্য আহবান জানান।