December 6, 2023, 11:11 pm

ধনিকে হত্যার প্রতিবাদে বগুড়া সদর যুবদলের বিক্ষোভ মিছিল

ষ্টাফ রিপোর্টারঃ  আওয়ামী সন্ত্রাসীদের হাতে যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলা যুবদলের উদ্যোগে বাঘোপাড়া বন্দরে কালো ব্যাচ লাগিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা। বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল। বগুড়া সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ এর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নাজমা আকতার। উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এবিএম মিলন, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইঞ্জিঃ সোহেল, ইমদাদুল হক রাব্বী, জাহিদুল ইসলাম মহাতাব, মেরাজুল ইসলাম, ছামছুল আলম, হাসান তারেক, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, বায়তুল্লাহ শেখ, যুবনেতা শাহাব উদ্দিন, শাখিল আম্মেদ, সাজু, সুমন সরকার, রব্বানী, আব্দুল করিম মাষ্টার, আজিজুল ইসলাম, ইঞ্জিঃ মানিক, ফারুক, শাহিনুর রহমান শাহিন, নাহিদ হাসান, জুয়েল প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ অবিলম্বে যশোর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি বদিউজ্জামান ধনির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD