April 1, 2023, 5:47 am
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকা থকে এক নবজাতকে উদ্ধার করেছে পুলিশ। ওই নবজাতকটি কন্যা সন্তান ও বয়স আনুমানিক তিনদিন।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার পৌরসভা লেন এলাকা এ নবজাতককে উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়া সদর ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) তাজমিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জলেশ্বরীতলা এলাকার একটি বাড়ির সামনে শিশুকে রাখা ছিল। বাড়ির মালিক গেট খুলে শিশুকে দেখতে পেয়ে আমাদের খবর দেয়৷ পরে আমরা গিয়ে শিশুকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।