December 7, 2023, 3:23 am
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নিখোঁজ হওয়ার একদিন পর স্কুলছাত্র আসিফ ইকবালের (১৬) লাশ বাঙালি নদী থেকে উদ্ধার করা হয়েছে। রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নদীর উপজেলার খানপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করেন। পরে থানায় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত স্কুলছাত্র আসিফ ইকবাল উপজেলার খানপুর ইউনিয়নের বড়ইতলী চৌধুরীপাড়া গ্রামের এরশাদ হোসেনের ছেলে। তিনি স্থানীয় সুবলী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
নিহতের দাদা তোজাম চৌধুরী জানান, সোমবার বিকালে আসিফ ছাগল চড়াতে নদীর পাড়ে যায়। সন্ধ্যার দিকে ছাগলটি দঁড়ি ছিড়ে বাড়ি ফিরলেও আসিফকে পাওয়া যাচ্ছিল না। আমরা পরিবারের সদস্যরা রাত পর্যন্ত স্থানীয়দের নিয়ে আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। রাতেই আমাদের সন্দেহ হয় আসিফ নদীতে ডুবে নিখোঁজ হয়েছে। এজন্য শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। তারা রাজশাহী ডুবুরি দলকে খবর দেন। মঙ্গলবার দুপুরে ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরিরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে চার কিলোমিটার দূরে নদীতে ভাসতে থাকা ওই ছাত্রের লাশ উদ্ধার করেন তারা।
শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন জানান, স্কুলছাত্র আসিফ বাঙালী নদীতে নিখোঁজ হওয়ার খবর পেয়েই আমাদের ফায়ার সার্ভিসের রাজশাহী ডুবুরিদলকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে গিয়ে ছয় ঘণ্টা অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে সক্ষম হন।
শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেইসঙ্গে আইনি প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।