December 1, 2023, 11:46 pm

বগুড়ায় দশ কেজি গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার : বগুড়ায় পৃথক দু’টি অভিযান চালিয়ে দশ কেজি গাঁজা ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর গ্রামস্থ জব্বার হোটেলের সামনে ঢাকা-রংপুর রোডের পাশে অভিযান চালিয়ে কুমিল্লা জেলার কোতয়ালী থানার দৌলতপুর পশ্চিমপাড়া গ্রামের রমজান আলীর ছেলে আঃ রাব্বী (২৩) ও একই জেলার চৌদ্দগ্রাম থানার জামিরকোট গ্রামের মৃত আলী নেওয়াজের ছেলে সফি উল্লাহ (৪৩)কে দশ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে ডিবির অপর একটি টিম গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বগুড়ার গাবতলী উপজেলার আটাপাড়া বাজারস্থ শফি আলমের টেলিকম দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ বগুড়ার সোনাতলা উপজেলার মূলবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত জনাব আলী মন্ডলের ছেলে মিজানুর রহমান ওরফে ফাইন (৩০) ও একই উপজেলার মধ্যদিঘল কান্দি উত্তরপাড়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে মিজানুর রহমান সিজু (২৪)কে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে ডিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম সেবা’র সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বিপিএম’র তত্ত্বাবধানে ডিবি, বগুড়ার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্ত্বে টিম ডিবি বগুড়ার পৃথক দু’টি মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজা ও ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে শাজাহানপুর ও গাবতলী থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD