April 26, 2024, 10:39 pm

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত

যমুনা নিউজ বিডিঃ মিরপুরে ম্যাচ শুরুর আগেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে টসের পর নির্ধারিত সময়েই মাঠে গড়ায় খেলা। এরপর খেলার মাঝে আরও দুই দফা বৃষ্টি হানে। ফলে ডার্ক লুইস পদ্ধতিতেও খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বৃষ্টির নাটকীয়তায় পরিত্যক্ত হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। তবে সবশেষ ইনিংসের ৩৪তম ওভারের সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। পরে আর খেলতে নামা হয়নি মাঠে।

এদিন টস হেরে আগে ব্যাটিং করতে নেমেছিল নিউজিল্যান্ডের দুই ওপেনার উইল ইয়ং ও ফিন অ্যালেন। ইনিংসের শুরু থেকেই কিউই ওপেনারদের বেশ চাপে রাখে বাংলাদেশের পেসাররা। কিন্তু ৪.৩ ওভারে দলীয় ৯ রানের মাথায় প্রথম দফায় বৃষ্টি শুরু হয়। এতে প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট খেলা বন্ধ থাকে।

এরপর বৃষ্টি থামলে ৮ ওভার কমিয়ে আবারও খেলা মাঠে গড়ায়। খেলা শুরুর পর বল হাতে ঠিকই জ্বলে উঠেন কাটার মাষ্টার মুস্তাফিজুর রহমান। নিজের ব্যাক টু ব্যাক ওভারে জোড়া উইকেট তুলে নেন তিনি। এতে বেশ উজ্জীবিত বাংলাদেশের বোলাররা আটসাঁট বোলিং করেন।

ইনিংসের সপ্তম ওভারে কিউই ওপেনার ফিন অ্যালেনের উইকেট তুলে নেন ফিজ। উইকেটের পিছনে নুরুল হাসান সোহান দারুণ এক ক্যাচ লুফে অ্যালেনকে সাজঘরে ফেরান। এতে দলীয় ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় সফরকারীরা। অ্যালেন ২০ বলে করেন মাত্র ৯ রান।

এরপর তিনে ব্যাট করতে নামেন চাঁদ বোজ। দলীয় ১৬ রানের মাথায় তাকেও একই কায়দায় প্যাভিলিয়নে ফেরান মোস্তাফিজ। এতে দ্রুতই নিউজিল্যান্ডের ব্যাটারদের কোনঠাঁসা করে দেয় বাংলাদেশের বোলাররা। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন আরেক ওপেনার উইল ইয়ং ও মিডল অর্ডার ব্যাটার হেনরি নিকলস।

তৃতীয় উইকেটে এই দুজনে মিলে ৯৭ রানের জুটি গড়েন, যা বাংলাদেশের মাটিতে এই উইকেট জুটিতে সর্বোচ্চ। এর মাঝে ৮৩ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নেন ইয়াং। তবে দলীয় সেঞ্চুরির পরে আবার ব্যাটিং বিপর্যয়ে পরে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দফায় বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হওয়ার আগে আগ পর্যন্ত ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং, হেনরি নিকোলস করেন ৪৪ রান। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD