March 29, 2024, 1:38 am

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলায় সয়াবিন তেলের অবৈধ মজুদ, রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে জরিমানা

তারিকুল আলম, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের শাহজাহাদপুর উপজেলার চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময় ২০০ লিটার বোতল ও ২ হাজার ৮০০ লিটার খোলা তেল অবমুক্ত করে বাজারে বিক্রের নির্দেশ দিয়েছেন।

শনিবার (১৪ মে) শাহজাহাদপুরের বাজারে দারিয়াপুর বাজার ও দিলুবা এলাকায় এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন, উপজেলার দারিয়াপুর বাজারে সরকার এন্ড ব্রাদার্স পুর্বের তেল মজুত করা তেল বর্তমান দামে বিক্রয় করার জন্য ৪০ টি ৫ লিটারের বোতল ও খোলা ২ হাজার ৮০০ লিটার ড্রামের তেল অবমুক্ত করে বাজারে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে মাসুদ স্টোর কে বোতল কেটে খোলা ভাবে বিক্রয় করার অভিযোগে ৩০ হাজার টাকা এবং ভাই ভাই খাদ্য ভান্ডার বোতলের মুল দাম থেকে ১০০ টাকা বেশি নেওয়ায় ২০ হাজার সহ মোট ১ লক্ষ জরিমানা করা হয়।

এদিকে দিলরুবা বাসস্টান্ডে প্রিয়াংকা হোটেলের নোংরা পরিবেশে খাবার বিক্রির জন্য ১০ হাজার সহ মোট এক লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে তিনি জানায়।

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD