বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ০১:৪৮ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ায় শ্যামল ভট্রাচার্য স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টর প্রধান পৃষ্টপোষক জেট বি গ্রুপের চেয়ারম্যান প্রাক্তন ছাত্র ৯৩ ব্যাচ আলহাজ্ব মোস্তফা মাহমুদ শাওন।
শনিবার রাতে বগুড়া জিলা স্কুল অডিটোরিয়াম চত্বরে টুর্ণামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ।
পুরস্কার বিতরণ ও খেলার সময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সহ সভাপতি টি জামান নিকেতা, জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলী, জিলা স্কুলের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ি রেজাউল বারী ঈসা, দৈনিক করতোয়ার ফটো সাংবাদিক আসাফ উদ দৌলা ডিউক, শ্যামল ভট্রাচার্যের পরিবারে সদস্য স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।