April 20, 2024, 1:17 pm

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন কেনেডি জুনিয়র

যমুনা নিউজ বিডিঃ ডেমোক্রক্র্যাটিক প্রার্থী হিসেবে জো বাইডেনের সঙ্গে মনোনয়ন লড়াইয়ে নামতে চান না রবার্ট এফ কেনেডি জুনিয়র। বরং যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র পদে লড়তে যাচ্ছেন তিনি। শিগগিরই এ বিষয়ে ঘোষণা আসতে পারে। মার্কিন রাজনীতিতে কেনেডির পূর্বপুরুষদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার অংশগ্রহণ নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে ও বাইডেনের সঙ্গে আরেকজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব হবেন।

স্পষ্ট করে কিছু না বললেও শুক্রবার স্ট্রিমিং প্লাটফর্ম ইউটিউবের এক ভিডিও বার্তায় আগামী ৯ অক্টোবর ফিলাডেলফিয়ায় তার জনসভায় সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। এদিন নির্বাচন বিষয়ে ঘোষণা দিতে পারেন। তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক উভয় দলেরই দুর্নীতির সমালোচনা করে ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পট পরিবর্তনের কথা তোলেন।  কেনেডি জুনিয়র যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা, যিনি ১৯৬৩ সালে আততায়ীর হাতে নিহত হন। সাবেক মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি তার বাবা। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক ময়দানে এ অ্যান্টি-ভ্যাকসিন অ্যাকটিভিস্টের আলাদা পরিচিতি রয়েছে। গত এপ্রিলে কেনেডি জুনিয়র বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়াইয়ে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য বাইডেনকে চ্যালেঞ্জ করবেন তিনি।
খবর রয়টার্স

নিউজটি শেয়ার করুন

© All rights reserved © jamunanewsbd.com
Design, Developed & Hosted BY ALL IT BD