Breaking News
Home / জাতীয় / ৪১ ঋণখেলাপি প্রার্থী চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক

৪১ ঋণখেলাপি প্রার্থী চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক

যমুনা নিউজ বিডি: বাংলাদেশ ব্যাংকের গঠিত বিশেষ সিআইবি সেল একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকজন ঋণখেলাপি প্রার্থীদের চিহ্নিত করেছেন। নির্বাচন কমিশন থেকে বাংলাদেশ ব্যাংকে প্রার্থীদের তালিকা পাঠানো হলে তা যাচাই-বাছাই শুরু করে সিআইবি সেল।

গতকাল শনিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সেল বাছাই পর্ব শেষে ৪১ জন খেলাপিকে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে ওই প্রার্থীদের তালিকা পাওয়া যায়নি।

ওই সেল ২৯ নভেম্বর থেকে প্রার্থীদের ঋণ সংক্রান্ত তথ্য যাচাই শুরু করে।

ঋণখেলাপিদের ঠেকাতে বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিলেও আগেই ঋণখেলাপিদের ছাড় দিয়ে নিয়মিত করে দিয়েছে ব্যাংকগুলো। এক্ষেত্রে ব্যাংকগুলোকে ম্যানেজ করার অভিযোগও পাওয়া গেছে। তবে এক্ষেত্রে নিয়মের ব্যাতিক্রম হওয়ায় উক্ত ঋণখেলাপি প্রার্থীদের চিহ্নিত করেছে সিআইবি সেল।

Check Also

চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সাহায্য করবে বিএনপি : ফখরুল

যমুনা নিউজ বিডি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,চকবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সাহায্য করবে …

Powered by themekiller.com